প্রশান্তিকা ডেস্ক: মিয়ানমারে অং সান সুচি ও তাঁর দল এনএলডি’র জ্যেষ্ঠ নেতা এবং প্রেসিডেন্ট উইন মিন্তকেও গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার পরে দেশটিতে জরুরী অবস্থা জারি করা হয়েছে এবং যে কোন সময়ে সেখানে সেনা অভ্যুত্থানের আশঙ্কা রয়েছে। এনএলডি’র এক মুখপাত্র জনগনকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন বলে বিভিন্ন গনমাধ্যম জানিয়েছে। সেনাবাহিনী নিশ্চিত করেছে, অভ্যুত্থানের মাধ্যমে সুচি সরকারকে হটানো হয়েছে।
গত সপ্তাহ জুড়ে দেশটিতে বেসামরিক সরকার ও ক্ষমতাধর সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চলছিল। সেনাবাহিনীর অভিযোগ ছিলো গত নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছে সুচি’র এনএলডি দল। দেশটিতে এই মুহূর্তও জরুরী অবস্থা বিরাজ করছে।
উল্লেখ্য, ২০১১ সালে মিয়ানমারে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত দেশটিতে ক্ষমতায় ছিল সেনাবাহিনী। গত নভেম্বরে দেশটিতে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে প্রয়োজনীয় সংখ্যক আসনে জিতে পুনরায় সরকার গঠন করে সুচির দল এনএলডি। তবে সেনাবাহিনী শুরু থেকেই নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ করে আসছিলো।