
প্রশান্তিকা ডেস্ক: অস্ট্রেলিয়ার সবচেয়ে আকর্ষনীয় আইকন সিডনির অপেরা হাউজ সেজেছে অভিনব আলোকচিত্রে। গত দুইরাত ধরে দেশের ভয়াবহ দাবানলে অবিরাম কাজ করে যাওয়া দমকল কর্মীদের শ্রদ্ধা জানাতেই এই আলোকসজ্জা। গত দুইরাত ধরে সন্ধ্যা হলেই অপেরা হাউজের গা জুড়ে ভেসে উঠছে ফায়ার ফাইটার বা দমকল কর্মীদের ছবি।
আলোকচিত্রী ওল্টার পিটার ছবিটি তুলেছিলেন নিউ সাউথ ওয়েলস’র ইয়ারাভেল বনভূমি থেকে। ছবিটিতে হাতে লেখা নোট ‘ thank you firies’ রয়েছে। এদেশের মানুষ ফায়ার ফাইটার বা দমকল কর্মীদের আদর করে ফায়ারিস বলে ডাকে। প্রায় ৩০০০ দমকল বাহিনী একটানা ছয়দিন দাবানল নেভাতে কাজ করে চলেছে। মাঝে একদিন শুধু বিশ্রাম। ইতোমধ্যে কানাডা, আমেরিকা ও ইউরোপ থেকেও কয়েক শ’ দমকল কর্মী যোগ দিয়েছেন।
নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়ায় প্রায় ৪ মাস ধরে চলতে থাকা ভয়াবহ এই দাবানলে সর্বশেষ ২৫ জনের মৃত্যু এরমধ্যে তিনজন দমকল কর্মী, কোটি কোটি বন্যপ্রাণী এবং বনাঞ্চল বিনাশ হয়েছে।