প্রশান্তিকা ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের স্বরস্বতী পুজার সময় ঘোষিত ঢাকা সিটি নির্বাচনের তারিখ পেঁছালো। পূজার দিনে ভোট না করার জোরাল দাবির মুখে পিছু হটে ঢাকা সিটি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে ১লা ফেব্রুয়ারিতে নেয়া হয়েছে।
গতকাল শনিবার সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের জরুরি সভায় নতুন তারিখ ঠিক করা হয়। সিটি নির্বাচনের ভোট পেছানোয় এসএসসি পরীক্ষাও পিছিয়েছে। ১ ফেব্রুয়ারির পরিবর্তে এখন ৩ ফেব্রুয়ারি শুরু হবে এই পরীক্ষা।
৩০ জানুয়ারি ভোটের দিন রেখে গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। ঘোষিত ৩০ জানুয়ারীতে পুজার সময় হওয়ায় দেশব্যাপি হিন্দু ধর্মালম্বীরা নির্বাচন পেছানোর দাবী করে আসছিলো। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা এ দাবিতে অনশন করে আসছিলো।