
শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা আবদুস সামাদ ওরফে টেলি সামাদ আর নেই। শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
টেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ কাকলী জানান, বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তার বাবা। গত বছর কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তিনি আরও জানান, টেলি সামাদের খাদ্য নালীতে সমস্যা ছিলো ও দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন ।
১৯৭৩ সালে নজরুল ইসলাম পরিচালিত ‘কার বৌ’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন সামাদ। প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।