অভিনয় শিল্পীসংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে শহীদুজ্জামান সেলিম ও আহসান হাবিব নাসিম।
শুক্রবার রাতে নির্বাচন কমিশনার খাইরুল আলম সবুজ এ ফলাফল ঘোষণা করেন।
বিজয়ীদের নাম ও প্রাপ্ত ভোটের সংখ্যা:
সভাপতি: শহীদুজ্জামান সেলিম- ৩২৫
সহ-সভাপতি: আজাদ আবুল কালাম- ৩৪৪, ইকবাল বাবু- ২৭৪, তানিয়া আহমেদ- ২৪৩।
সাধারণ সম্পাদক: আহসান হাবিব নাসিম- ৪২২
যুগ্ম সাধারণ সম্পাদক: রওনক হাসান- ২৮৪, আনিসুর রহমান মিলন- ২১৬,
অর্থ সম্পাদক: নূর এ আলম (নয়ন)- ৩২২
সাংগঠনিক সম্পাদক: লুৎফর রহমান জর্জ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
দপ্তর সম্পাদক: মেরাজুল ইসলাম- ১৭৭
প্রচার ও প্রকাশনা সম্পাদক: প্রাণ রায়- ২৪২
অনুষ্ঠান সম্পাদক: রাশেদ মামুন অপু- ২২৯
আইন ও কল্যাণ সম্পাদক: শামীমা ইসলাম তুষ্টি- ২০২
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সুজাত শিমুল- ৩১০
কার্যনির্বাহী পরিষদের সদস্যপদে নির্বাচিত হয়েছেন:
নাদিয়া আহমেদ- ৩৬৩, সেলিম মাহবুব- ৩৫৫, জাকিয়া বারী মম- ২৭৬, বন্যা মির্জা- ২৬৮, মুনিরা বেগম মেমী- ২৪৩, শামস সুমন- ২৩৮, রাজীব সালেহীন- ২২৯।