অষ্টম তলার একটি বায়িং হাউস স্পেক্ট্রা এসএন থেকে বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের সূত্রপাত ।রোববার এফ আর টাওয়ার সংলগ্ন সফুরা টাওয়ারে পুলিশ কন্ট্রোল রুমে এক গণশুনানি্তে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।
আরও জানা গেছে, আগুন লাগার পর ফায়ার অ্যালার্ম বাজেনি। ফলে কেউ সতর্ক হওয়ার সুযোগ পাননি। ভবনটিতে কখনও অগ্নি মহড়াও করা হয় নি কখনও।
বৃহস্পতিবার বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর ২৬ জন মারা যান।