অস্কার বিজয়ে ইতিহাস করলো বিদেশী সিনেমা ‘দ্য প্যারাসাইট’

  
    

 

প্রশান্তিকা ডেস্ক: অস্কার ইতিহাসে প্রথমবারের মতো সেরা ছবির পুরস্কার জিতে নিলো বিদেশী ভাষার ছবি ‘দ্য প্যারাসাইট’। দক্ষিণ কোরিয়ার ছবিটি সেরা ছবিসহ সেরা পরিচালক, সেরা বিদেশী ছবি, সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নিয়েছে। ৯২ বছর অস্কারের ইতিহাসে এর আগে ইংরেজী ভাষার ছবি বরাবর সেরা সিনেমার পুরস্কার পেয়েছে। প্যারাসাইটের পরিচালক দক্ষিণ কোরিয়ার বঙ জুন হো সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। চিত্রনাট্য বিভাগেও তিনি নিজে পুরস্কার পেয়েছেন। অস্কার ঘোষণার পরপরই সারা বিশ্বে এবারের অস্কার নিয়ে তুমুল আলোচনা চলছে। এর আগের বছর গুলোতে বিদেশী ছবি বিশেষ করে ইরানী ছবি ‘দ্য সেপারেশন’, ‘দ্য শপকিপার’ সহ অন্যান্য চলচ্চিত্রগুলো বেস্ট ফরেন ল্যাংগুয়েজ ক্যাটাগরিতে পুরস্কার পেলেও কখনও মেইনস্ট্রিম ‘বেস্ট ফিল্ম’ ক্যাটাগরিতে পুরস্কার পায়নি।

তাঁর নিজের ছবির জন্য মোট চারটি এবং শুধু নিজের জন্য বেস্ট ডিরেক্টর এবং বেস্ট স্ক্রিনপ্লে’র জন্য দুটি অস্কার হাতে দ্য প্যারাসাইট পরিচালক বঙ জুন হো।

বাংলাদেশের নন্দিত পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী এক প্রতিক্রিয়ায় বলেন, “ অস্কার কমিটির এই ঘটনা কি অবশ্যই অল্টারনেটিভ রিয়েলিটি নাকি তাদের বোধোদয়ের শুরু। তারা হয়তো ভুলেই গিয়েছিলেন আমেরিকার বাইরেও সিনেমা নির্মাণ হয়!”

এবার অস্কারে ক্যারিয়ারে প্রথমবারের মতো পুরস্কার পেলেন অভিনেতা ব্রাড পিট (সাপর্টিং এক্টর)। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রেনি জুলেগার। প্যারাসাইটের পরে মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে স্যাম মেন্ডেজের সিনেমা ‘১৯১৭’।

অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে রেনি জুলেগ্যার।

দ্য প্যারাসাইট ছবিটি অস্কার পাওয়ার আগে সারা বিশ্বের নামকরা অনেক পুরস্কার পেয়েছে। এমনকি গত বছর সিডনি ফিল্ম ফেস্টিভালের সেরা ছবি ছিলো এটি। সিডনিতে দর্শকেরা দীর্ঘ লাইন দিয়ে ছবিটির টিকেট সংগ্রহ করেছিলো এবং উপভোগ করেছিলো। ফেস্টিভালের পরেও সিডনিতে ছবিটি সিনেমা হলে চলেছে।

২০২০ সালের অস্কার বিজয়ীদের তালিকা:
Best Picture: Parasite
Actress in a Leading Role: Renee Zellweger, Judy
Actor in a Leading Role: Joaquin Phoenix, Joker
Actress in a Supporting Role: Laura Dern, Marriage Story
Actor in a Supporting Role: Brad Pitt, Once Upon a Time … in Hollywood
Directing: Bong Joon Ho, Parasite
Writing (Original Screenplay): Bong Joon Ho and Han Jin Won,Parasite
Writing (Adapted Screenplay): Taika Waititi, Jojo Rabbit
International Feature Film: Parasite
Animated Feature Film: Toy Story 4
Cinematography: Roger Deakins, 1917
Costume Design: Jacqueline Durran, Little Women
Documentary (Feature): American Factory
Documentary (Short Subject): Learning to Skateboard in a Warzone (If You’re a Girl)
Film Editing: Michael McCusker and Andrew Buckland, Ford v Ferrari
Makeup and Hairstyling: Kazu Hiro, Anne Morgan and Vivian Baker, Bombshell
Music (Original Score): Hildur Gudnadottir,Joker
Music (Original Song): Elton John and Bernie Taupin,(I’m Gonna) Love Me Again from Rocketman
Production Design: Barbara Ling and Nancy Haigh,Once Upon a Time … in Hollywood
Short Film (Animated): Hair Love
Short Film (Live Action): The Neighbors’ Window
Sound Editing: Donald Sylvester, Ford v Ferrari
Sound Mixing: Mark Taylor and Stuart Wilson, 1917
Visual Effects: Guillaume Rocheron, Greg Butler and Dominic Tuohy, 1917

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments