প্রশান্তিকা ডেস্ক: অস্ট্রেলিয়ায় পড়াশুনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা অসংখ্য ছাত্র ছাত্রী। করোনার প্রাদুর্ভাবে তাদের অধ্যয়ন ও জীবন যাত্রার চরম অবনতি হচ্ছে। এ দেশের নাগরিকদের সরকার অর্থ সহযোগিতা দিলেও বিপুল সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই সহায়তার বাইরে রয়েছেন। ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (DUAAA) এগিয়ে এসেছে প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা অস্ট্রেলিয়ায় পড়াশুনা করছেন তাদের সহায়তায়। সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক আনিস মজুমদার ও মোস্তফা আব্দুল্লাহ প্রেরিত DUAAA সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত ফুল টাইম আন্ডারগ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ছাত্ররা সাহায্য সহযোগিতা লাগলে তারা যেনো আগামী ২০ মে’র মধ্যে DUAAA এর সাথে যোগাযোগ করেন।
উল্লেখ্য, সাহায্য প্রার্থী ছাত্র ছাত্রীদের অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হতে হবে। এছাড়া নিম্নোক্ত শর্তাবলী প্রযোজ্য হবে:
• Obtained a degree from Dhaka University or studied at least two years in Dhaka University in a honors or masters program
• Currently living in Australia on student visa and enrolled in an Australian University in
NSW
• You are a full fee paying student and not on any Australian Government or other Australian and Bangladeshi scholarship program
• You are not fully supported by your parents or any other sponsors from Bangladesh or abroad
• You are partly or fully dependent on your earnings from part-time work in Australia and fully or partly lost your job due to COVID-19 environment.
দুয়া সংশ্লিষ্ট ছাত্র ছাত্রীদের কাছ থেকে ইমেল আহবান করছে এবং তাতে নিম্নোক্ত তথ্যগুলো যুক্ত থাকতে হবে:
• Name of the course and educational institution in NSW Australia that you are currently enrolled in
• Name and year of the degree obtained from Dhaka University or years and name of the degree program you were enrolled in Dhaka University before moving to Australia for higher studies
• Type of work, part-time/full-time/casual, that you were undertaking in Australia before the lockdown due to COVID-19 to maintain your sustenance needs
• Your current address and contact details.
আগামী ২০ মে’র মধ্যে নিচের ঠিকানায় ইমেল করতে হবে:
anismajumder@gmail.com