অস্ট্রেলিয়ায় আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালিত

  
    

প্রশান্তিকা ডেস্ক: মাননীয় প্রধানমন্ত্রী জাতিরজনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ অস্ট্রেলিয়া। বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান  এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এর সঞ্চালনায় আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম (বেলাল)। ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান বক্তা এবং সংগঠনের সভাপতি প্রফেসর ডঃ শামস রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিতু, শাহ্ আলম, শিমুন ফারুক রবিন, মইদুজ্জামান সুজন, অপু সরোয়ার, আনিছুর রহমান, মকসুদুর রহমান চৌধুরী সুমন, মামুনুর রশিদ, কামরুজ্জামান বাপ্পি, ওসমান গনি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা  বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত এবং শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ সেই প্রত্যাশা করে এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করে।

সংবাদ বিজ্ঞপ্তি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments