অস্ট্রেলিয়ায় আগামীকাল থেকে ঈদুল ফিতর শুরু

  
    

প্রশান্তিকা ডেস্ক: সৌদি আরবের সাথে মিল রেখে ইউনিভার্সেল ক্যালেন্ডার অনুসরণকারী অস্ট্রেলিয়ার মুসল্লিরা আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর পালন করছেন। আগামীকাল সৌদি আরবেও ঈদ পালিত হচ্ছে।
অন্যদিকে, চাঁদ দেখার ওপর নির্ভরশীল মুসল্লিরা পরশু সোমবার ঈদ পালন করছেন। অস্ট্রেলিয়ার চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে জানিয়েছেন, আজ দেশের কোথাও সাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল হবে শেষ রোযার দিন। তারপর একদিন পরেই সোমবার ঈদ পালিত হবে।

আগামীকাল অনেকেই ঈদ করছেন। আজ সন্ধ্যার পরে লাকেম্বার বাঙালী শপিং এলাকায় চলছে ঈদের কেনাকাটা। ছবি: প্রশান্তিকা।

অস্ট্রেলিয়া সরকার এবছর করোনার কারণে সকল ধর্মীয় সমাবেশ বা জামাত সর্বোচ্চ দশজনে সীমাবদ্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে মসজিদের ইমাম, মুয়াজ্জিন বা কমিটির সদস্যরাই মসজিদে নামাজ পড়ছেন।
বিশেষ সূত্রে জানা গেছে, আগামীকাল বা পরশু সিডনির মুসলিম অধ্যুসিত লাকেম্বাতেও কোন জামাত অনুষ্ঠিত হচ্ছে না। মুসল্লিরা বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নামাজ পড়ে নেবেন বলে জানা গেছে।

ঈদের দিনে প্রবাসেও বাঙালিরা নতুন জামা কাপড় পরে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে বের হয়। এবছর সেটারও একটু ব্যতিক্রম রয়েছে। সকলের মনে রাখতে হবে কোন বাড়িতে একই সঙ্গে শিশুসহ পাঁচ জনের বেশি যাওয়া যাবেনা। সেক্ষেত্রে হৈ চৈ হলে প্রতিবেশী পুলিশকে জানাতে পারে। করোনার প্রাদুর্ভাবে অন্য বাড়ির কারও সাথে হ্যান্ডশেক বা কোলাকুলি থেকেও বিরত থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে  হবে।
২০২০ সালের এই ঈদ সত্যিই ব্যতিক্রম। করোনার ক্রান্তিকালে সকল নিয়ম কানুন মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ পালন করুন। প্রশান্তিকার পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments