অস্ট্রেলিয়ায় আজ ও কাল ঈদুল ফিতর

  
    

প্রশান্তিকা ডেস্ক: আজ ১৩ মে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ইমাম কাউন্সিলের অনুসারীর আজ ঈদ করছেন। সাধারণত সৌদি আরবের সাথে মিল রেখে তারা ইউনিভার্সেল ক্যালেন্ডার অনুসরণ করেন। অন্যদিকে চাঁদ দেখার উপর নির্ভরশীলেরা আগামীকাল শুক্রবার ঈদ পালন করবেন। মুনসাইটিং অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল অস্ট্রেলিয়ার কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি বিধায় শুক্রবার ১৪ মে ঈদ উদযাপিত হবে।

লাকেম্বার বড় মসজিদে আজকের ঈদের জামাত।

ঈদ উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন অস্ট্রেলিয়ার মুসলমান জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছন। আজ লাকেম্বায় বড় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া লিভারপুলের আল মদিনা মসজিদ, পাঞ্চবোল মসজিদ, অবার্নের গ্যালিপলি মসজিদ, ব্যাংক্সটাউন পল কেটিং মাঠেসহ বিভিন্ন স্থানে করোনার বিধিনিষেধ মেনে মুসল্লিরা ঈদের নামাজ সম্পন্ন করেন।

ব্যাংক্সটাউনের পল কেটিং মাঠে ঈদের জামাত

বাংলাদেশের আকাশেও গতকাল শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই শুক্রবার সারা দেশে ঈদ উদযাপিত হবে। এবার দেশে করোনার কারণে উম্মুক্ত স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবেনা। কেবল মসজিদে বা নির্দিষ্ট স্থানে ঈদ জামাত হবে। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments