প্রশান্তিকা ডেস্ক: প্রখ্যাত ফাইজার কোম্পানির BioNTech টিকা অস্ট্রেলিয়া এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার দুপুরে সিডনিতে এক লাখ ৪২ হাজার ডোজ টিকা সহ একটি ফ্লাইট অবতরণ করে। দেশের হেল্থ মিনিস্টার গ্রেগ হান্ট বলেন, টিকার পরীক্ষা নীরিক্ষা শেষে আগামী ২২ ফেব্রুয়ারি সোমবার থেকে দেয়া শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন ৬ সপ্তাহের মধ্যে এই টিকা প্রদান শেষ হবে।

গ্রেগ হান্ট বলেন, এই শিপমেন্টে আসা ৬২ হাজার টিকা সরকার দ্বিতীয় পর্যায়ে ব্যবহার করবে। প্রথম পর্যায়ে ৩০ হাজার টিকা অগ্রাধিকার ভিত্তিতে বৃদ্ধাশ্রমের বাসিন্দা এবং কর্মীদের দেয়া হবে। বাকী ৫০ হাজার জনসংখ্যা অনুযায়ী বিভিন্ন রাজ্যের মধ্যে বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে টিকাদান কর্মসূচিতে জরুরী স্বাস্থ্য সেবা কর্মী, চিকিৎসক, নার্স, হোটেল কোয়ারেন্টাইন কর্মী, বৃদ্ধাশ্রম বাসী এবং সেখানকার কর্মীদেরকে আগে দেয়া হবে বলে হেল্থ মিনিস্টার বলেন। ফেব্রুয়ারির মধ্যেই ৬০ হাজার অস্ট্রেলিয়ানকে টিকা প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
টিকা প্রদানের স্টেজ বা ধাপ সমুহ:
স্টেজ 1A: বৃদ্ধাশ্রমের বাসিন্দা এবং কর্মী, জরুরী স্বাস্থকর্মী ও চিকিৎসক, বর্ডারে কর্মরত বাহিনী।
স্টেজ 1B: আশি এবং সত্তোর্ধ অস্টেলিয়ান।
স্টেজ 2: ষাট এবং পঞ্চাশোর্ধ অস্ট্রেলিয়ান, আদিবাসী অস্ট্রেলিয়ান।