অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ওয়েবে বঙ্গবন্ধুর জন্ম শত বর্ষের কাউন্টডাউন ঘড়ি উদ্বোধন

  
    
বাংলাদেশ হাইকমিশন ওয়েবে বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মদিনের কাউন্টডাউন ঘড়ি

প্রশান্তিকা ডেস্ক: আজ ১০ জানুয়ারী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের ওয়েব সাইটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপনের ক্ষণগণনা বা কাউন্টডাউন ঘড়ি উদ্বোধন করা হয়।

হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটাল এই ঘড়িটি ওয়েবসাইটে (www.bhcanberra.com) আগামী ২০২০ সালের ১৭ মার্চ জিরো আওয়ারে বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মদিন পর্যন্ত কাউন্টডাউন করবে। শতবর্ষ জন্মদিন উপলক্ষে হাইকমিশনার অস্ট্রেলিয়ায় বিভিন্ন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে। এরমধ্যে মাল্টিকালচারাল ফেস্টিভ্যালে বঙ্গবন্ধু ও বাংলাদেশ, স্থির চিত্র প্রদর্শণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ওপর সেমিনার ইত্যাদি উল্লেখযোগ্য।

বাংলাদেশ হাইকমিশনার সুফিউর রহমান উদ্বোধন করেন বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মদিনের কাউন্টডাউন ঘড়ি

বাংলাদেশ হাইকমিশনার সুফিউর রহমান এই ক্ষণগণনার ঘড়িটি উদ্বোধন করেন। এ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments