
প্রশান্তিকা ডেস্ক: আইসিসি’র নিষেধাজ্ঞা শেষ হলেও অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলতে পারছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। বিগব্যাশের কয়েকটি টীম তাঁর সাথে যোগাযোগের পরে সাকিবও এখানে এসে খেলতে আগ্রহ দেখিয়েছিলেন।
অস্ট্রেলিয়ার গনমাধ্যম জানিয়েছে, ক্রিকেটে কোন খেলোয়াড়ের অতীত রেকর্ড খারাপ থাকলে এখানে খেলা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে সাকিবের সদ্য সমাপ্ত আইসিসির নিষেধাজ্ঞাই কাল হয়ে গেছে।বিগব্যাশে খেলার জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়। সম্প্রতি বিগব্যাশ কতৃপক্ষ সাকিবের ব্যাপারে অস্ট্রেলিয়ার সিএ এথিক্যাল পুলিশের নিষেধাজ্ঞার কারণেই তিনি খেলতে পারছেন না। সাকিব বিগব্যাশের শুরু থেকেই এডেলেইড স্ট্রাইকারস, মেলবোর্ন রেনেগাড সহ কয়েকটি টীমে খেলে আসছিলেন।
উল্লেখ্য, এর আগে পাকিস্তানী পেসার মোহাম্মাদ আমির স্পট ফিক্সিংয়ের অভিযোগের রেকর্ডের কারণে বিগব্যাশে খেলতে পারেননি। এমনকি অস্ট্রেলিয়ার নামকরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথকেও বিগব্যাশে অধিনায়কত্ব হারাতে হয়েছে। তাদের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ ছিলো।