
প্রশান্তিকা স্পোর্টস: বল বা ব্যাট হাতে মাঠে নেই বাংলাদেশের বিস্ময় ক্রিকেটার সাকিব আল হাসান। তাঁর ওপর আড়োপিত আইসিসির এক বছরের নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিশ্বজুড়ে। এর ফাঁকেও সাকিবের নামের সাথে যোগ হচ্ছে নতুন নতুন রেকর্ড। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার গত দশকের সেরা ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে, স্পিনার হিসেবেও গত এক দশকেও তিনি সেরা ক্রিকেটার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়ানডে একাদশে সাকিব ছাড়াও আছেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সের তারকা ক্রিকেটার।
সেরা স্পিনার হিসেবে সাকিবের ঝুলিতে রয়েছে ১৭৭ উইকেট। তাঁর পরেই দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ১৭৩ উইকেট নিয়ে দ্বিতীয় এবং ভারতের রবীন্দ্র জাদেজা ১৭১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
অস্ট্রেলিয়া একাদশ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতকে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতানো ধোনি। এর আগে উইজডেনের দশক সেরা ওয়ানডে একাদশেও ঠাঁই পেয়েছিলেন সাকিব।