প্রশান্তিকা রিপোর্ট : সিডনিতে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী অর্ণব ও তাঁর বন্ধুদের নিয়ে বছরের সেরা অনুষ্ঠান ‘হোক কলরব’ অনুষ্ঠিত হবে ৪ মার্চ শনিবার। নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির জন ক্লেন্সি অডিটোরিয়ামে আয়োজিত প্রায় ১০০০ আসনের প্রায় সব টিকেট বিক্রি হয়ে গেছে বলে আয়োজক পথ প্রোডাকশন্স ও টিকেটিং পার্টনার দেশী ইভেন্টস সূত্র জানিয়েছে। এখন মাত্র কয়েকটি টিকেট বাকী রয়েছে বলে তারা জানান।

আজ সর্বশেষ খবরে জানা গেছে, অর্ণব, সুনিধি, পান্থ কানাই, বুনোসহ আট শিল্পী ও বাদক রয়েছেন অস্ট্রেলিয়ার পথে। আজ বুধবার রাতে তাদের বহন করা ফ্লাইট মেলবোর্নে অবতরণ করবে। ব্যাংকক বিমানবন্দরের ট্রানজিট থেকে তারা আয়োজকদের জানান, সফরের ৮ সদস্যই কনসার্টটির বিষয়ে উন্মুখ হয়ে রয়েছেন। তারা একদিন মেলবোর্ন অবস্থান করে সিডনির উদ্দেশে রওয়ানা হবেন। ৪ মার্চ সিডনি কনসার্ট শেষ করে আবারও তারা মেলবোর্নে ১১ মার্চের অনুষ্ঠানে গান গাইবেন।
নতুন বছরে পথ প্রোডাকশন্সের নতুন চমক অর্ণব ও তাঁর ফ্রেন্ডস। তাঁর সাথে যুক্ত হয়েছেন লাইফ পার্টনার সুনিধি নায়েক। কোভিডের গভীর সংকট সময়ে আমরা অনলাইনে দেখেছি অর্ণব শান্তিনিকেতনে ঘর করছেন ওপার বাংলার ভীষণ জনপ্রিয় শিল্পী সুনিধির সাথে আর গানে গানে মুক্তির গান গাইছেন। সুনিধি তাঁর ‘ ও যে মানে না মানা..’ তে অন্যরকম সুন্দর গায়কীর জন্য খুব জনপ্রিয়। তিনি পরে অর্ণবের সাথে মিলে ‘এই তো তোমার আলোকধেনু’ তেও খুব ভালো করেছেন। শেষবার অর্ণব যখন সিডনিতে আসেন তখন আমরা প্রশান্তিকার পক্ষ থেকে সাক্ষাৎকার নিয়েছিলাম। সেসময়ে তিনি দর্শকের সাড়া পেয়ে খুব মুগ্ধ হয়েছিলেন।

কোভিড পার হয়ে গেলে জীবনসাথী সুনিধিকে নিয়ে অতঃপর পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে চলে এসেছেন অর্ণব। খুব বেশি সময় নেননি কোক স্টুডিও বাংলার মতো অত বড় একটি প্লাটফর্ম গড়ে তুলতে। কোক স্টুডিও বাংলায় প্রধান মিউজিশিয়ানের ভূমিকা পালনে তিনি সফল হয়েছেন। এই স্টুডিওতেই তিনি সুনিধি, পান্থ কানাই, বুনো সহ অন্যান্যদের সঙ্গে কাজ করেছেন। সেই হিসেবে বলা যায় প্রায় পুরো কোক স্টুডিও বাংলা চলে আসছে অস্ট্রেলিয়ায়।
সুনিধি নায়েকের এটিই প্রথম অস্ট্রেলিয়া আগমন হলেও অর্ণব এর আগে ২০১৯ সালে এসেছিলেন । সেবার গ্রীনফিল্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে সিডনি কনসার্টে মঞ্চ শেয়ার করেছিলেন কিংবদন্তী ব্যান্ড মাইলস’র সাথে। তখনও দর্শকের ভালোবাসায় একের পরে এক হিট গান গেয়েছিলেন অর্ণব।
পথ প্রোডাকশন্সের পক্ষ থেকে ‘হোক কলরব’ কনসার্টের প্রজেক্ট লিড শাওন অরিজিৎ বলেছেন, “ এই অনুষ্ঠানটি হবে এই বছরের সেরা অনুষ্ঠান। আমি সকলকে অনটাইমে অর্থাৎ সন্ধ্যা ৬টায় হলে আসার অনুরোধ করছি।” পথ প্রোডাকশন্সের পক্ষ থেকে সাকিব ইফতেখার প্রশান্তিকাকে জানান, “ বছরের শুরুতে এই অনুষ্ঠান ঘোষণার সাথে সাথেই অনেক টিকেট বিক্রি হয়ে যায়। আমরা আনন্দিত যে, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠান আয়োজনে দর্শকেরা সবসময় পথ প্রোডাকশন্সকে বিশ্বাস করে এসেছে। অনুষ্ঠানের সাউন্ড, লাইটিংসহ সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।” দেশী ইভেন্টস’র কর্ণধার সাঈদ ফয়েজ বলেন, “ এখন মাত্র কয়েকটা টিকেট রয়েছে। টিকেট ও ইভেন্ট ইনফোর জন্য DeshiEvents.com.au. সাইটে চোখ রাখুন।”
প্রশান্তিকা, মুক্তমঞ্চ, প্রভাতফেরী, গানবাকশো এই অনুষ্ঠানের সাথে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর HSD Finance.
