অস্ট্রেলিয়ার বাংলাদেশি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের সম্মিলিত বিজয় দিবস উদযাপনের পরিকল্পনা

  
    

প্রশান্তিকা ডেস্ক: অস্ট্রেলিয়ায় বাংলাদেশের স্বনামধন্য অনেক বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে। অ্যাসোসিয়েশনগুলো প্রতি বছর আলাদা ভাবে ছোট বড় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিন্তু এবারই প্রথম সকল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুলোর সম্মিলিত প্রয়াসে বড় পরিসরে কোনো অনুষ্ঠান হতে যাচ্ছে। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশন (OzNSUers) গত ১৬ই জুলাই ও ২১শে অগাস্ট অন্যান্য বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলোর অস্ট্রেলিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের ভিডিও কনফারেন্স কলে আমন্ত্রণ জানায়। নিম্নোক্ত কয়েকটি বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন এ সভায়:

● আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AUST)
● ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) – আইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়া (AIA)
● খুলনা বিশ্ববিদ্যালয় (KU)
● জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU)
● ঢাকা বিশ্ববিদ্যালয় – ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (DUAAA)
● নর্থ সাউথ ইউনিভার্সিটি – অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশন (OzNSUers)
● বুয়েট – বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া (BUETAA)
● রাজশাহী বিশ্ববিদ্যালয় – রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (RUAAA)
● শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST)

বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বাংলাদেশী প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আলোচনা করে। প্রাক্তন শিক্ষার্থী সংগঠনগুলি ২০২১ সালের ১১ই ডিসেম্বর একটি সম্মিলিত অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়। তারা বাংলাদেশের বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপন করার পক্ষে আলোচনা ও বাংলাদেশের একটি মানব পতাকা তৈরির পরিকল্পনা করে। কোভিডের সমস্ত বিধিনিষেধ বিবেচনা করে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থী প্রতিনিধিদের একটি প্রজেক্ট টিম দ্বারা এ অনুষ্ঠানটি পরিচালিত হবে। প্রাক্তন শিক্ষার্থীরা একসাথে কাজ করার জন্য অত্যন্ত উচ্ছ্বসিত এবং এই উদ্যোগে যোগ দিতে আগ্রহী অন্যান্য সকল বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments