প্রশান্তিকা ডেস্ক: ভিক্টোরিয়া রাজ্যে এক দিনের ব্যবধানে ঘাতক করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ১০ জন। এছাড়া ৪৫৯ জন নতুন করে শনাক্ত হয়েছেন। ভিক্টোরিয়ার মেলবোর্নে নতুন করে শুরু হওয়া সংক্রমণে ২২৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যাদের মধ্যে ৪২ জনকে ইন্টেনসিভ কেয়ারে রাখা হয়েছে।

রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, মৃতদের মধ্যে রাজ্যে এই প্রথম ৪০ বছরের নীচে বয়সী ছিলেন। সুতরাং শুধু ষাটোর্ধ বা বয়স্করাই নন করোনা আক্রান্ত হলে মৃতের ঝুঁকি সকলেরই রয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে ৭ জনের বয়সসীমা ৪০ থেকে ৭০ এবং তিনজন নারী ৭০ থেকে ৮০ বছর বয়সী ছিলেন। তাদের মধ্যে ৭ জন ছিলেন বৃদ্ধাশ্রমে। মেলবোর্নে ৬ সপ্তাহের লকডাউন চলছে এবং বাইরে বেরুলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশ মাস্ক ছাড়া কাউকে দেখলে জরিমানা করছে।
করোনাভাইরাসে অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ১৪৪০০ শনাক্ত হয়েছে। ভিক্টরিয়ায় মৃতের সংখ্যা ৭১ এবং নিউ সাউথ ওয়েলস-এ ৪৯ সহ পুরো দেশে মৃতের সংখ্যা ১৫৫ তে দাঁড়িয়েছে। ভিক্টোরিয়া রাজ্যের সাথে অন্যান্য রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।