প্রশান্তিকা ডেস্ক: গত ২৯ জুন শনিবার দিনব্যাপী অস্ট্রেলিয়া বিক্রমপুর ওয়েলফেয়ার সোসাইটির পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সিডনির অলিম্পিক পার্কের পাদদেশে ব্লাক্সল্যান্ড রিভারভিউ পার্কে দিনভর আড্ডা, আনন্দ, ঐতিহ্যবাহী সুস্বাদু বিক্রমপুরী খাবার পরিবেশনের মধ্য দিয়ে প্রবাসী বিক্রমপুরী ও আমন্ত্রিত অতিথিরা মিলিত হন। সোসাইটির পক্ষ থেকে প্রশান্তিকাকে জানানো হয়, এই পূনর্মিলনীতে কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন।

সিডনির বাঙ্গালী কমিউনিটির প্রিয়মুখ ও প্রবীণ রাজনৈতিক নেতা গামা আব্দুল কাদির এই মিলনমেলার ডাক দেন এবং পুনর্মিলনীর সাফল্যের পেঁছনে মূখ্য ভূমিকা পালন করেন। গামা কাদির বলেন, বিক্রমপুর বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি অঞ্চল, এটির রয়েছে হাজার বছরের কৃষ্টি ও মৌলিকত্ব। আমরা প্রবাসেও সেই ঐতিহ্যকে ধারন করে দেশের কল্যানে কাজ করে যাচ্ছি। বিক্রমপুরের আলোকিত মানুষ দেশের সীমানা পেড়িয়ে প্রবাসেও উজ্জ্বল ভূমিকা রাখছেন। তিনি অনুষ্ঠান সফল করার জন্য আমন্ত্রিত অতিথি ও প্রবাসের বিক্রমপুরবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Subscribe
Login
0 Comments