অস্ট্রেলিয়া ভিত্তিক ‘অপেরা মিউজিক স্টেশন’-এর যাত্রা শুরু

  
    

https://youtu.be/57KufzwjEic

প্রশান্তিকা রিপোর্ট: নজরুলের প্রখ্যাত একটি গান ‘ আমি চিরতরে দূরে চলে যাব/ তবু আমারে দেবনা ভুলিতে’ দিয়ে যাত্রা শুরু হলো অস্ট্রেলিয়া ভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপেরা মিউজিক স্টেশন’ এর। গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার নন্দিত শিল্পী কেয়া রহমান ( টেলিভিশন রিয়েলিটি শো থেকে উঠে আসা) গানটি গেয়েছেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। গানটির ভিডিওতে মাসুম ও কেয়া দুজনেই মডেল হিসেবে অংশ নিয়েছেন। অভিষেকের পর থেকে ইউটিউব ও বিভিন্ন মাধ্যমে ইতোমধ্যে অসংখ্য দর্শক গানটি শুনেছেন এবং দেখেছেন।

প্রতিষ্ঠানটির কর্ণধার সিডনিবাসী এনামুল হক প্রশান্তিকাকে জানান, “ অপেরার মাধ্যমে শিল্পীরা তাদের নতুন গান পরিবেশনার সুযোগ পাবেন। অনেক শিল্পী ভালো গান করলেও সুবিধামত প্লাটফর্ম না থাকায় তারা দর্শকের কাছে পৌঁছাতে পারেন না। আমরা অপেরার মাধ্যমে শিল্পীকে যথার্থ সম্মানী দিয়েই গান ক্রয় করব এবং সর্বোচ্চ শিল্পমান বজায় রেখে মিউজিক ভিডিও তৈরি এবং পরিবেশন করব।”তিনি আরও জানান, “ অপেরা মিউজিক ইতোমধ্যে আরও শিল্পীদের সঙ্গে কাজ করে চলেছে। আমরা শীঘ্রই আরও মিউজিক ভিডিও নিয়ে আবির্ভূত হব।”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments