প্রশান্তিকা ডেস্ক: বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া গত ২৮ মার্চ রোববার সন্ধ্যায় সিডনির একটি রেস্টুরেন্টে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। বিশেষ এই আলোচনা সভার প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব এ্যাড. মোল্লা মো: আবু কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ অস্ট্রেলিয়ার সভাপতি জাকারিয়া আল মামুন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের শ্যাডো এডুকেশন মিনিস্টার জিহাদ দীপ এমপি। অস্ট্রেলিয়া আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা গামা আব্দুল কাদের, সভাপতি আইনজীবি সিরাজুল হক ও কাউন্সিলর কার্ল সালেহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহাজাদা, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক রফিক উদ্দিন ,অস্ট্রেলিয়া আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক গিয়াসউদিদন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান কচি, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলি সিকদার, সাংগঠনিক সম্পাদক মোসলেউর রহমান খুশবু , এস,এম দিদার হোসেন, যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক অপু সরোয়ার, ছাত্রলীগ অস্ট্রেলিয়া শাখার সাবেক সভাপতি মুহিদুজ্জামান সুজন, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম, সিডনি শাখার সহ সভাপতি মিল্টন আহমেদ প্রমুখ।
বক্তারা বাংলাদেশে চলমান আওয়ামীলীগের সুশাসন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ভূমিকার প্রশংসা করেন। দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান এবং জনমনে নেতিবাচক প্রচার প্রচারণার বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানান।