অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের রানের রেকর্ড

  
    

বৃহস্পতিবার ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে সর্বোচ্চ ৩৩৩ রান করেছে টাইগাররা। তবে রেকর্ড রান করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

ইংল্যান্ডের নটিংহ্যামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের ১৬৬ রানের দানবীয় ইনিংস ও ওসমান খাজার দৃঢ়তায় ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট তুলে নেন সৌম্য সরকার।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে রান আউটের শিকার হন সৌম্য। দ্বিতীয় উইকেট জুটিতে দলকে কিছুটা আশা দেখান তামিম ও সাকিব। তবে দুজনের জুটি থামে দলীয় ১০২ রানে। স্টয়নিসের বলে ৪১ করে আউট হন সাকিব। দলীয় ১৪৪ রানের মাথায় মিশেল স্টার্কের বলে বোল্ড আউট হয়ে ব্যক্তিগত ৬২ রানে ফেরেন তামিম ইকবাল। কিছুক্ষণ পর লিটন দাসও আউট হয়ে যান। পরবর্তীতে ১২৭ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

শেষমেষ নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।

 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments