অহর্নিশ খুঁজে ফেরা । দুটি কবিতা । মুনা মুস্তাফা

  
    

দেখা হবে

দেখা হবে নীল চিঠি দেখা হবে ভোর
দেখা হবে অভিমানী প্রেম, রোদ জ্বলামুখ তোর

দেখা হবে লতাপাতা, মন ভালো গান
নকশীকাঁথা জোড়া রঙিন সুতোর টান

দেখা হবে মেঠো পথ, ধান জোরা মাঠ
পুকুরের আবছায়া আর ঝিলিমিলি পাঠ

দেখা হবে একদিন কনে দেখা আলো
মিটে যাবে পৃথিবীর সব সাদা কালো

দেখা হবে বন্ধুরা, কোলাহল শেষে
খুব আড্ডা হবে গায়ে পরে হেসে

দেখা হবে প্রিয় মুভি, সিনেমার হল
ফিসফিস কানাকানি, তুই থাকবি বল

দেখা হবে কফি শপে সুগন্ধি মেখে
কথা হবে চোখে চোখ হাতে হাত রেখে

দেখা হবে সোনা রোদ, নীল মেঘ ভাসা
আবার দেখা হবে, হবেই, বড় আশা।

অহর্নিশ খুঁজে ফেরা

সময় তলিয়ে যায় নীল নীল কষ্টের প্রহরে, একা জেগে থাকা স্মৃতিগুলো বন্দি হয় প্রতিনিয়ত
বুকের গোপন ভাঁজে রেখে দিই নীল খামে
তার নামে ভালোবাসা।

খুব যত্নে ফিরে ফিরে আসে সময়ে – অসময়ে তার চাহনী, কথা বলার ভঙ্গি।
চমকে উঠা কার ছায়া দেখে!
কাঁচের দেয়ালের ওপাশে তার মুখ, বরফি কাটা চিবুকের ছায়া দোলে। ধরা যায়না ছোঁয়া যায়না।
একা একা ঘুরে ঘুরে এ যেনো বিষপান
অহর্নিশ খুঁজে ফেরা
কতদিন হয়না দেখা

তুমি আসবে বলে প্রতিক্ষণ শুধু ফিরে ফিরে চাওয়া
কবে আসবে তুমি, বুকের ঠিক মাঝখানে খাঁজকাটা যে গজারের ছুরি বসিয়েছিলে
তা উঠিয়ে নিতে ?

অলংকরণ: আসমা সুলতানা মিতা 

মুনা মুস্তাফা
সিডনি, অস্ট্রেলিয়া।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments