আগামীকাল রোববার ঢাবি আ্যলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার নির্বাচন

  
    
প্রশান্তিকা ডেস্ক :  আগামীকাল রোববার সিডনিতে ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার (DUAAA) এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্লেনফিল্ড কমিউনিটি হলে এজিএম এবং আগামী দুই বছরের জন্য কার্যকরী পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।
অপারজেয় বাংলা
এই নির্বাচনকে ঘিরে গোটা সিডনিতে একটি সাজ সাজ রব সৃষ্টি হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করছেন এরকম কয়েকজন প্রার্থীর সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রথমে সব প্রার্থী স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলেও পরবর্তীতে দুটি প্যানেলে বিভক্ত হয়ে গেছে। প্যানেল দুটি হলো- আকাশ ও বাদল এবং আনিস ও লায়লা। আকাশ ও বাদল পরিষদে প্রেসিডেন্ট পদপ্রার্থী কামরুল মান্নান আকাশ এবং সেক্রেটারি পদপ্রার্থী মাহমুদুল হক বাদল। অন্যদিকে আনিস ও লায়লা টীমে প্রেসিডেন্ট পদপ্রার্থী আনিস মজুমদার এবং সেক্রেটারি পদপ্রার্থী ড. লায়লা আরজুমান। এছাড়া বেশ কয়েকজন প্রার্থী স্বতন্ত্র অবস্থান থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ইনফরমেশন ও পাবলিকেশন সেক্রেটারি পদে সেলিমা বেগম, জেনারেল মেম্বার পদে বিশ্বজিৎ চক্রবর্তী, কাজী সুলতানা শিমি, তানিম আল মিনারুল মান্নান রয়েছেন।
DUAAA প্রেরিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করছেন নিম্নে উল্লেখিত ব্যক্তিরা- 
প্রেসিডেন্ট-  আনিস মজুমদার, কামরুল মান্নান আকাশ।
ভাইস প্রেসিডেন্ট ১- গোলাম মওলা, নাসিম সামাদ।
ভাইস প্রেসিডেন্ট ২- ড. খায়রুল হক চৌধুরী, সাবরিন ফারুকী।
জেনারেল সেক্রেটারি- ড. লায়লা আরজুমান, মাহমুদুল হক বাদল।
ট্রেজারার- খাইরুল আলম, মো. হালিমুজ্জামান।
এসোসিয়েট জেনারেল সেক্রেটারি- ফারুক তালুকদার, মো. শফিকুল্লাহ ( লিঙ্কন )।
কালচারাল সেক্রেটারি- সিরাজুস সালেকিন, এহসান উদ্দিন আহমেদ।
ইনফরমেশন ও পাবলিকেশন সেক্রেটারি- মো. শফিকুল আলম, সেলিমা বেগম।
এডুকেশন এন্ড রিসার্চ সেক্রেটারি- সেলিম মমতাজ, সিনথিয়া রহমান।
ইভেন্টস ম্যানেজমেন্ট সেক্রেটারি- মো. কামারুজ্জামান আকন, মো. রফিক উদ্দিন।
জেনারেল মেম্বার- আব্দুল হক, বিশ্বজিৎ চক্রবর্তী, হায়াৎ মাহমুদ, জান্নাতুল ফেরদৌস, এম এ আহসানুল হাসান হাদি, মো. আবুল হাসান, মো. আব্দুল কালাম খান, মো. আমির হোসেন, মোহাম্মাদ আরিফুর রহমান, মুনির হোসেন, নাফিস আহমেদ খন্দকার, নারগিস বানু, নুসরাত জাহান হুদা, নুসরাত জাহান স্মৃতি, সাকিনা আক্তার, শিমি কাজী সুলতানা, স্বপন পালমা, তানিম আল মিনারুল মান্নান, তানিয়া ফারজানা, জাহিদ মাহমুদ।
নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে ভোট প্রদান করতে প্রত্যেক DUAAA সদস্যকে তাদের মেম্বারশিপ নাম্বার ও ফটো আইডি প্রদর্শণ করতে হবে। তিনি সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments