আগামীকাল সিডনিতে অর্ণবের নামাজে জানাজা

  
    

প্রশান্তিকা ডেস্ক: সিডনিতে গত ৩০ এপ্রিল শুক্রবার মর্মান্তিকভাবে মৃত অর্ণব ইমতিয়াজের নামাজে জানাজা আগামীকাল বেলা ১১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। জানাজার পরে তাকে কেমস ক্রিক কবরস্থানে ( 230/260 western rd, Kems Creek) দাফন করা হবে।
অর্ণবের বাবা সিদ্দিক ইমতিয়াজ খোকনের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, কাল বুধবার লাকেম্বার বড় মসজিদে অর্ণবের জানাজা হবে। তিনি সকলের কাছে তাঁর অকাল প্রয়াত ছেলের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

ইউটিএস (বিশ্ববিদ্যালয়ে) এ গ্রাজুয়েশন অনুষ্ঠানে অর্ণব।

উল্লেখ্য, সিডনির হিলসডেল নিবাসী খোকন- ইভা দম্পত্তির একমাত্র পুত্র সিপিএ রেজিস্টার্ড ইমতিয়াজ অর্ণব (২৮) গত শুক্রবার সকালে নিজ গাড়িতে কার্বন-মনো-অক্সাইডে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)।

অত্যন্ত মেধাবী ও মার্জিত অর্ণব অস্ট্রেলিয়ার প্রথম সারির একটি ব্যাঙ্কে উচ্চপদে চাকরী করতেন। তিনি মেধাবী ছাত্র হিসেবে সিডনি টেক হাইস্কুল শেষে ইউটিএসে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। সোনারগাঁওয়ের আদি বাসিন্দা খোকন-ইভা দম্পত্তি প্রায় ২৭ বছর আগে অভিবাসন নিয়ে অস্ট্রেলিয়ায় আসেন। তার মৃত্যুতে সিডনির বাঙালী কম্যুনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mohammad
Mohammad
1 year ago

The news is very authentic and clear to the viewers.