আগের রাতে ম্যাসেঞ্জারে রিফাত হত্যার নির্দেশ !

  
    

বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ড পরিচালনা করেছে ০০৭ নামের একটি ফেসবুক গ্রুপ। ‘জেমস বন্ড’ সিরিজের ‘০০৭’ কোডের সাথে মিল রেখে নামকরণ করা ‘বন্ড’ গ্রুপের প্রধান নয়ন বন্ড। রিফাত ফরাজী ছিল গ্রুপটির সেকেন্ড ইন কমান্ড।

হত্যার আগের রাতে এই গ্রুপে হামলার নির্দেশনা দিয়ে সদস্যদের রামদা নিয়ে আসতে বলে রিফাত ফরাজী। ঘাতক রিফাত ফরায়েজী আগের দিন রাত আটটার দিকে ম্যাসেঞ্জার গ্রুপে সদস্যদের সরকারি কলেজের সামনে থাকার নির্দেশ দেয়। রিফাত গ্রুপে দা’য়ের ছবি দিয়ে বলে, ‘পারলে এইটা নিয়া থাইকো’।

পুলিশের গাফিলতির কারণেই রিফাত হত্যার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বলে মনে করা হচ্ছে।

নয়নের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ০০৭ নামে একটি গ্যাং গ্রুপ কলেজ রোড, ডিকেপি, দীঘিরপাড়, কেজিস্কুল ও ধানসিঁড়ি সড়ক এলাকায় তাণ্ডব চালিয়ে আসছে। গ্রুপটির সদস্যরা ০০৭ কে সংকেত ব্যবহার করতো। ঘাতক নয়নের মোটরসাইকেল ও বাড়ির দেয়ালে ০০৭ বন্ড লেখা থাকতো।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments