আজ যুব ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল: বাংলাদেশ-ভারত লড়াই

  
    

প্রশান্তিকা ডেস্ক: আজ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম আইসিসি টুর্নামেন্টের বিশ্বকাপের ফাইনালে পা রাখছে। আজ বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দল খেলবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের সাথে। আজ সাউথ আফ্রিকায় রচিত হবে গৌরব অর্জনের এবং ইতিহাস গড়ার হাতছানি।

আজ মুখোমুখি বাংলাদেশ ভারত। যুব বিশ্বকাপ ক্রিকেট ট্রফির সাথে বাংলাদেশ অধিনায়ক আকবর ও ভারতের অধিনায়ক প্রিয়াম।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা বা সিডনি সময় সন্ধ্যা ৭টায়। কোটি কোটি বাংলাদেশীদের চোখ থাকবে টিভিতে। তবে আশার কথা হলো, বাংলাদেশ দলের অধিনায়ক আকবর একেবারেই চাপ অনুভব করছেনা। গতকাল মিডিয়ায় তিনি আরেকটি স্বাভাবিক ম্যাচের মতোই খেলার প্রত্যাশা করছে। আকবর বলেন, গতকাল ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দল হিসেবে ভারত দুর্দান্ত। তাদের ব্যাটিং-বোলিং দুটোই সেরা। তাদের নিয়ে আমরা যে কৌশল সাজিয়েছি সেটা মাঠে বাস্তবায়ন যদি করতে পারি তবে ফলাফলটা আমাদের পক্ষেই আসবে।” বিসিবির কর্মকর্তারা ও গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন রয়েছেন যুবা ক্রিকেট দলের সাথে। ফাইনালের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পৌঁছে যাওয়ার কথা দক্ষিণ আফ্রিকায়।

বাংলাদেশ স্কোয়াড

যুব ক্রিকেটে শেষ দুই বছরে তিনবার ভারতের বিপক্ষে নকআউটে হেরেছে বাংলাদেশ। ২০১৮ যুব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র দুই রানে হেরেছিল দল। গত বছর ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও ভারতের কাছে হারে বাংলাদেশ। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল সেমিফাইনালে খেলা। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ২০১৬ সালে দেশের মাটিতে সেমিতে উঠেছিল বাংলাদেশ যুবদল। মিরাজদের সেই সাফল্যকে ছাড়িয়ে গেছে আকবর আলীর দল। ইতিহাস গড়ে চলমান যুব বিশ্বকাপের ফাইনালে খেলছে বাংলাদেশ।

ভারত স্কোয়াড

আজ ভারতের বিপক্ষে যেসব খেলোয়াড়েরা ভালো পারফর্মান্স দেখাবেন তাদের মধ্যে মাহমুদুল হাসান জয়, অধিনায়ক আকবর, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম প্রমুখের নাম মিডিয়ায় আসছে। বাংলাদেশ দল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে কোয়ার্টার ফাইনালে এবং শক্তিশালী নিউজিল্যান্ডকে সেমিফাইনালে পরাজিত করে জয়ের লক্ষ্যে এগিয়ে চলছে এবং সেই ধারাবাহিকতায় আজ ফাইনালে খেলবে ভারতের সাথে। অন্যদিকে ভারত পাকিস্তান ও অস্ট্রেলিয়া দলকে হারিয়ে ফাইনালে উঠে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments