প্রশান্তিকা ডেস্ক : শিশুসাহিত্যিক, কলামিস্ট এবং গল্পকার অনীলা পারভীনের আজ জন্মদিন। তিনি ঢাকার কেরানীগঞ্জে দাদা বাড়িতে জন্মগ্রহণ করেন, বড় হয়েছেন সিদ্ধেশ্বরীতে। তিনি প্রশান্তিকা, বাংলা ট্রিবিউন, বাংলানিউজ টোয়েন্টিফোর সহ বাংলাদেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল ও পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন ।

এছাড়া দৈনিক প্রথম আলোর ছুটির দিনে, একুশে একাডেমি অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত ম্যাগাজিন ‘মাতৃভাষা’ তে বিশেষ সংখ্যায় লিখেছেন। “অস্ট্রেলিয়ান উপকথা” “অস্ট্রেলিয়ান আরো উপকথা” নামে এ পর্যন্ত তাঁর দুটি অনুবাদ গ্রন্থ “ইকরিমিকরি বুক স্টুডিও” থেকে প্রকাশিত হয়েছে। ইতোমধ্যেই উক্ত বই দুটি বাংলাদেশ সহ বিদেশে বসবাসকারী বাঙালি শিশুদের কাছে বেশ গ্রহণযোগ্যতা লাভ করেছে।
বেশ কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থে অনীলার লেখা প্রকাশিত হয়েছে; সেলিনা হোসেন সম্পাদিত এবং অন্য প্রকাশ থেকে প্রকাশিত “নির্বাচিত গল্পে বঙ্গবন্ধু” গ্রন্থে তাঁর লেখা একটি গল্প প্রাকাশিত হয়েছে। ডঃ ইকবাল আলম খান এবং অধ্যাপক জ্যানেট শেলী সম্পাদিত, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত “ Making A Living – The Livelihoods of the Rural Poor in Bangladesh” গ্রন্থে তাঁর লেখা স্থান পেয়েছে।

অনীলা পারভীন ঢাকার মগবাজারে নজরুল শিক্ষালয় থেকে এসএসসি, হলিক্রস স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি থেকে হিসাব বিজ্ঞানে “মাস্টার্স অব প্রফেশনাল একাউন্টিং”এবং “মাস্টার্স অব কমার্স ইন একাউন্টিং “ নামে আরো দুটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন ।
কর্মজীবনের শুরু পরিবেশবাদী সংগঠন “পরশ” এর সাথে। পরবর্তীতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে একজন গবেষক হিসেবে যোগদান করেন। অত:পর অস্ট্রেলিয়ার নিউসাউথওয়েলস রাজ্যের ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট, ডিপার্টমেন্ট অব ফাইনান্স, ইউনিভার্সিটি অব সিডনি, আর্ট গ্যালারি অব নিউ সাউথ ওয়েলসে কাজ করেছেন।

মুক্তিযুদ্ধ এবং রাজনীতি সচেতন অনীলা পারভীন নারীবাদী ডিসকোর্সের একনিষ্ঠ পাঠক। অস্ট্রেলিয়ার সিডনিতে “আমি নারী” নামক একটি ফেইসবুক ভিত্তিক নারীবাদী সংগঠনের একজন অন্যতম প্রতিষ্ঠাতা । সিডনির সাংস্কৃতিক সংগঠন “কবিতা বিকেল” এর সাথেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
বিদুষী মেধাবী এই লেখিকা লেখালেখির পাশাপাশি ছবি তুলতে পছন্দ করেন; তাঁর প্রিয় বিষয় আকাশ, মেঘ এবং রাতের আকাশে অনন্ত নক্ষত্রবীথি। তাঁর সখ গান শোনা, বই পড়া, সিনেমা দেখা এবং ভ্রমণ।