দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে দুরন্ত সূচনা করে বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের কাছে হারের ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে সমালোচনার শুরু হয়।
দল এখন শুধুমাত্র সাকিব নির্ভর হয়ে দাঁড়িয়েছে। গত ৮ জুনের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সাকিব ১২ চার ও ১ ছক্কায় ১১৯ বলে ১২১ রানের ঝকঝকে ইনিংস খেলেও পরাজয়কেই বরণ করে নিতে হয় বাংলাদেশ দলকে।
আজ ব্রিস্টলে দারুণ প্র্যাকটিস সেশনে শারীরিকভাবে উপস্থিত থেকেও অনুশীলন করেননি সাকিব আল হাসান।ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় উরুর এক পাশে টান লেগেছিল সাকিব আল হাসানের। ব্যথা কমেনি এখনও। তাই শ্রীলঙ্কার বিপক্ষে তার খেলা নিশ্চিত নয়।
এখন পর্যন্ত তিন ম্যাচে এক সেঞ্চুুরি আর দুই হাফ সেঞ্চুরিতে সর্বাধিক ২৬০ রান করেছেন সাকিব।