আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হাশিম আমলা

  
    

বৃহস্পতিবার (০৮ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন হাশিম আমলা। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।

২০০৪ সালের নভেম্বর ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আমলার। ২০০৮ সালে ওয়ানডে ও পরের বছর টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তার।

আমলা দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে ক্যারিয়ারে আট হাজার ১১৩ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ২৭টি। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হিসেবে যা সর্বোচ্চ। টেস্টে ক্রিকেটেও দারুণ উজ্জ্বল আমলা। টেস্টে ২৮ সেঞ্চুরিতে ৪৬.৬৪ গড়ে করেছেন নয় হাজার ২৮২ রান।

অবসরের ঘোষণায় আমলা বলেন, ‘সবার প্রথমে, সব কৃতিত্ব ও মহিমা মহান আল্লাহর। তিনিই সর্বশক্তিমান। যিনি আমাকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। এটা ছিল আনন্দ ও গৌরবে পরিপূর্ণ। চলার পথে আমি অনেক কিছু শিখেছি, অনেক বন্ধু তৈরি হয়েছে, আর সবচেয়ে বড় বিষয় হলো একে অন্যের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করেছি।’

 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments