আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধে ৯ ফেব্রুয়ারী পেন্সিল অস্ট্রেলিয়ার শ্রদ্ধাঞ্জলি

  
    

প্রশান্তিকা ডেস্ক: বছর ঘুরে আবার আসছে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর মাস অমর একুশে। দেশের মতো প্রবাসেও বিভিন্ন প্রতিষ্ঠান ও অঙ্গ সংগঠন সালাম, জব্বার, বরকতসহ অসংখ্য শহীদদের স্মৃতির উদ্দেশে পুষ্পাঞ্জলি ও শ্রদ্ধা নিবেদন করে। সেই লক্ষে আসছে ৯ ফেব্রুয়ারি রোববার সিডনির প্রাণকেন্দ্র এশফিল্ডের আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন পেন্সিল অস্ট্রেলিয়ার সদস্যরা। সদস্যরা এসময় প্রভাত ফেরীতে অংশ নেবেন।

পেন্সিলের পক্ষ থেকে সাকিনা আক্তার পেন্সিল অস্ট্রেলিয়ার সদস্য ও বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি সকলকে সেদিন সকাল ৯টায় এশফিল্ডের পার্কে উপস্থিত থাকতে আহবান করেছেন। একই স্থানে সেদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত একুশে একাডেমী অস্ট্রেলিয়া আয়োজিত অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারাদিন মঞ্চে ভাষা শহীদদের স্মরণে আলোচনা অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, চিত্রাংকন সহ নানাবিধ অনুষ্ঠান চলবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments