প্রশান্তিকা ডেস্ক: স্বনামধন্য আবৃত্তিকার ও সংস্কৃতি কর্মী কামরুল হাসান মঞ্জু আর নেই।
গত ২১ সেপ্টেম্বর তাঁর বসুন্ধরা আবাসিক ফ্লাটে সকালের নাস্তা করার সময় হঠাৎ বমি শুরু হলে তাঁকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্না…রাজেউন)। একই দিনে তাঁর মৃতদেহ তাঁর জন্মস্থান যশোরে নেয়া হয় এবং সেখানেই দাফন করা হয়।

ঢাকা থেকে সাংবাদিক দীপংকর গৌতম বলেন,
“দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অঙ্গন থেকে বেশ দূরে ছিলেন তিনি। কোথাও তাকে দেখা যাচ্ছিলো না। শুনেছিলাম খুব অসুস্থতা নিয়ে কাটছে তার সময় । এক সময মোহাম্মদপুরে তার অফিসে যেতাম। সেখানে সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হতো। প্রান্তিক সাংবাদিকদের প্রকাশনাও বের হতো ওখান থেকে। খুব অতিথীপরায়ণ ও আড্ডাবাজ মানুষ ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।”
কামরুল হাসান মঞ্জু ১৯৫৬ সালের ১৬ জানুয়ারী যশোরে জন্মগ্রহণ করেন। অসংখ্য আবৃত্তির অ্যালবাম রয়েছে। তিনি বিভিন্ন বিষয়ে লিখতেন এবং অসংখ্য বই রয়েছে তাঁর। আবৃত্তি প্রশিক্ষক হিসেবে ঢাকার বিভিন্ন কর্মশালায় কাজ করতেন। অনেকদিন ধরে তিনি আবৃত্তি থেকে দূরে ছিলেন। স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে ধীরে ধীরে সবকিছু থেকে দূরে সরে যান বলে জানা গেছে।