[ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষ স্ট্যাটাস দিচ্ছেন। দিনশেষে সেসব আবার হারিয়ে গিয়ে স্থান পাচ্ছে নতুন বিষয়। প্রশান্তিকার এই বিভাগে প্রতি সপ্তাহে থাকছে নির্বাচিত সেই স্ট্যাটাস। প্রিয় পাঠক, আপনি যদি মনে করেন আপনার লেখা স্ট্যাটাসটি মনোনীত হতে পারে- তাহলে পাঠিয়ে দিন। এই বিভাগে লেখা কোনরকম সম্পাদনা ছাড়াই হুবহু প্রকাশিত হবে।]
যখন হূমায়ুন আজাদকে কোপাইসে, তখন আপনারা বলসেন, ভালো হইসে, সে নাস্তিক। যখন মুহাম্মদ জাফর ইকবালকে কোপাইসে, তখন আপনারা বলসেন, ভালো হইসে, সে মুরদাত।
যখন দীপনকে কোপাইসে, তখনও আপনারা বলসেন, কিসের মুক্তচিন্তা।

এখন দেখেন অবস্থা, বাড়িতে ঢুকে কোপায় যাচ্ছে।
আমার জানামতে, ইউএনও যথেষ্ট বড় একটি পদ। ছোটবেলায় সমাজ বইতে অন্তত তাই পড়েছিলাম। এই পদটিতে আসতে এই মেয়েটিকে যথেষ্ট মেধা ও অধ্যবসায়ের পথ পাড়ি দিতে হয়েছে৷
কিন্তু অবস্থা দেখেন, তাকেও বাড়ি এসে কোপায় দিয়ে যাচ্ছে। কারন কি? কারন আমি, আপনি, আমরা সবাই। আগের ঘটনা গুলোর প্রতিবাদ তো করি নাই আমরা। নানা অজুহাত দিয়েছি।
এখন এই মুক্তিযোদ্ধার মেধাবী সন্তানটিকে যখন কুপিয়ে যাওয়া হোল, তখন কি আমাদের বিবেক জেগে উঠবে? আমার মনে হয় না, আমাদের পচন শুরু হয়েছে বহু আগেই। এখন সর্বস্বান্ত হবার অপেক্ষা।
সুরঞ্জনা জেনিফার রহমান, সিডনি, অস্ট্রেলিয়া।