আমার রেনুমার ঘ্রাণ – নাজমুন নাহার লিপি

  
    

আমার রেনুমার ঘ্রাণ
নাজমুন নাহার লিপি

মাগো আজ বাদে কাল ঈদ
তুমি কোথায় মা
তুমি আমাদের জামা কিনে দেবে না
নতুন জামা মাগো নতুন জুতা।
ঈদের দিন নতুন জামা পরে খুশী থাকতে হয়
তোমাকে ছাড়া কি খুশী থাকা যায় মা ?

আমরা নানী বাড়ি
তোমার সাথে ঈদ করব
ঐযে তুমি যেখানে ঘুমিয়ে আছো।
তাসমিনের সাথে আর পারিনা
ওর দু’চোখে সারাদিন বৃষ্টির মত
পানি ঝরছে মা।
তোমাকে ছাড়া খাবেনা
তোমাকে ছাড়া ঘুমোবে না
আমার কি যে যন্ত্রণা মা
ওকে কিভাবে সামলাই বলো তো ?
দেয়ালে তোমার ছবিটা
তোমার চোখেই ওর চোখ সারাক্ষণ
আমার মাকে এনে দাও
আমার রেনুমাকে এনে দাও।

ছোট্ট তাসমিন কি বুঝে
তুমি কতো ক্লান্ত
তোমার শরীরে কত ব্যথা
এতো ব্যথা নিয়ে কি উঠতে পারো।
তুমি ঘুমাচ্ছো
আমি বলি বিরক্ত করিস না মাকে।

জানো মা আমার স্কুল ছুটির পর
আমি রোজ তোমাকে দেখি
ঐ যে মামা তোমাকে গেল ঈদে
যে শাড়ীটা দিলো
ওই শাড়ীটা পড়ে আমার মাকে স্কুলের গেটে দাঁড়িয়ে থাকতে দেখি;
লাল রঙের শাড়ী
লাল শাড়ীতে তোমাকে পরীর মত মনে হয় মা
তুমি কি পরী হয়ে গেছো মা ?
আমি তোমাকে ছুঁতে পারি না
মাগো বড় হয়ে আমিও তোমাকে মামার মত শাড়ী কিনে দেবো
আসমানী রঙের শাড়ী।

আমি তোমার বুকে মাথা রেখে
ঘুমাতে চাই মাগো
তোমার শাড়ীর ঘ্রাণ পেতে চাই
আমার মায়ের ঘ্রাণ
আমার রেনু মায়ের ঘ্রাণ।

অলংকরণ: আসমা সুলতানা মিতা 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments