প্রশান্তিকা ডেস্ক: মার্কিন রাস্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ সেদেশের প্রতিনিধি পরিষদের ভোটে ইমপিচড্ বা অভিশংসিত হয়েছেন। সিডনি মর্নিং হেরাল্ড সূত্রে জানা গেছে, অভিশংসনের পক্ষে প্রথম অভিযোগে ভোট পড়েছে ২৩০ এবং বিপক্ষে ১৯৭টি। দ্বিতীয় অভিযোগেও তিনি ২১৬ ভোটে অভিশংসিত হয়েছেন।
এর ফলে ট্রাম্প হাউজ অব রিপ্রেজেন্টটিটিভের বা প্রতিনিধি পরিষদের আনুষ্ঠানিক অনুমোদন দেয়ার পর প্রকৃত অভিশংসনের জন্য বিচারের সম্মুখীন হবেন। মার্কিন কংগ্রেসে নিজের ক্ষমতা প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহারের কারনে তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনা হয়েছিলো।
মার্কিন ইতিহাসে ট্রাম্প হলেন অভিশংসিত হওয়া তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট। উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের বিচার হবে। তবে সিনেটে যেহেতু রিপাবলিকান নিয়ন্ত্রিত তাই সেখানে এটি পাস হবার সম্ভাবনা প্রায় নেই। এর আগে জনপ্রিয় প্রেসিডেন্ট বিল ক্লিনটনও অভিশংসিত হয়েছিলেন মনিকা লিউনেস্কির সাথে যৌন কেলেংকারীর অভিযোগে।