প্রশান্তিকা ডেস্ক: আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে হারিয়ে জিতে নিলো এবারের কোপা আমেরিকা শিরোপা। ১৯৯৩ সালের পরে এই প্রথম ফাইনালে তারা জয় পেলো। দলের পক্ষে আজ একমাত্র গোলটি করেছেন ডি মারিয়া।

আজ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মাটিতে জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। খেলার প্রথমার্ধে ২২ মিনিটে মাঝমাঠ থেকে রদ্রিগো দি পলের চোখধাঁধানো পাস ধরে দারুণ চিপে বল জালে জড়ান ডি মারিয়া। সুপারস্টার লিওনেল মেসি বেশ ক’টি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। অবশেষে তাঁর আক্ষেপ ঘুচিয়েছে ডি মারিয়া।
আজ ব্রাজিলের মারাকানায় খেলা শেষে নেইমার-মেসি দুজনই কাঁদলেন। নেইমারের কান্নাটা তাঁর ব্রাজিলের হয়ে বড় কোনো শিরোপার এত কাছে এসেও সেটি ঘোচাতে না পারার, মেসির কান্নায় জুড়ে আছে অনেক কষ্টের শেষে সব পাওয়ার স্বর্গীয় আনন্দ। ব্রাজিল এই মুহূর্তে দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী দল। আর্জেন্টিনার কাছে আজকের হারটা ছিল ২০১৬ ইউরোতে পেরুর কাছে হেরে গ্রুপ পর্বে বিদায়ের পর লাতিন কোনো দলের কাছে ব্রাজিলের প্রথম হার।