ঘরে ফেরা একাকী অরুণিমার রেখা
দ্বিধা পাড় খয়েরি জলডিঙায় আঁকা,
উন্মনা অনুসূয়া, ওগো তুমি অনুসূয়া
ভিজে জবজবে সব দার্শনিক লাকাঁ।
এ-বাড়ি ও-বাড়ি হাওয়ার এ লাচারি
হাতের আঙুলে ময়ূর, ও সখা ময়ূরী
আসে গৃহকোণ, সুতী পরাণের ডোরি
ছায়া ছায়া গানের আভোগ ও সঞ্চারী।
এ-কাল ও-কালে দুপাড়ে দু’খানি নাও
সুতাকাটা বোঁও না বলে ঘুড্ডি উড়ে যাও
পথের আগাম কদমফুলের মরমে ফোটে
একটি কথার তারা যে গোপন আখরোটে।
আমাকে ফেলে আমারেই তুলে নাও সাথে
বঁধু, বধুয়া আজি নিদ নাহি আঁখি পাতে।।
বদরুজ্জামান আলমগীর: নাট্যকার, কবি, অনুবাদক। জন্ম বাংলাদেশের ভাটি অঞ্চল কিশোরগঞ্জের বাজিতপুরে। পড়াশোনা বাজিতপুরে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২৩ বছর ধরে রয়েছেন দেশের বাইরে- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়।