ইংল্যান্ড বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১০টি দল। ইতিমধ্যে প্রতিটি দলই তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ১০ জন অধিনায়কও পেয়ে গেছে ২০১৯ আসর। অধিনায়কদের মধ্যে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজাকে সেরা অধিনায়ক হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
সাবেক পাকিস্তান এই পেসারের মতে, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের চেয়ে এগিয়ে আছেন মাশরাফি।
মাশরাফির হাত ধরেই ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল এবং গেল বছর এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। সার্বিক বিচারে বিরাট কোহলি-ইয়ন মরগানদের চেয়ে মাশরাফিকেই খানিকটা উপরে রাখছেন শোয়েব।