ইঙ্গেলবার্নে ৩দিন ব্যাপি ঈদ এক্সিবিশন শুরু হচ্ছে ১৭ এপ্রিল

  
    
প্রশান্তিকা ডেস্ক : অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি কমে আসায় স্বাভাবিক হয়ে আসছে মানুষের জীবন যাত্রা, ব্যবসা, ভ্রমণ ইত্যাদি। সিডনির বাঙালি অধ্যুসিত ক্যাম্বেলটাউনের ইঙ্গেলবার্নে এবারও ৩ দিন ব্যাপি ঈদ মেলার আয়োজন করেছে সিডনি বাঙ্গালি কমিউনিটি। আগামী ১৭ এপ্রিল, ২৪ এপ্রিল এবং ১ মে সিডনির সবচেয়ে সুন্দর পরিবেশে ঈদ মেলাটি গ্রেগ পার্সিভাল কমিউনিটি হল, ইঙ্গেলবার্নে আয়োজিত হবে। সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই মেলাটি।
গতবারের সিডনি বাঙালি কমিউনিটি আয়োজিত ঈদ প্রদর্শনীর উদ্বোধন।
আয়োজকদের পক্ষ থেকে সেলিমা বেগম প্রশান্তিকাকে বলেন,
“ নামকরা সব বুটিক হাউজ থেকে নানা ধরণের ঈদ সামগ্রী নিয়ে জমায়েত হবে এই প্রদর্শনীতে। প্রতিবছরের মতো এবারও অসংখ্য বুটিক হাউজ মেলায় অংশ নেবার জন্য নিবন্ধন করেছে। মেলাস্থল ঘিরে রয়েছে অসংখ্য ফ্রি কার পার্কিং সুবিধা। এছাড়া  ট্রেন স্টেশন থেকে হলটি খুবই কাছে এবং নিরাপদ পরিবেশে ঈদ শপিং এর জন্য উৎকৃষ্ট একটি জায়গা। আমরা থাকছি। আপনারা আমন্ত্রিত।”
গতবারের মেলায় ড্রিম কালেকশন অস্ট্রেলিয়ার স্টলে কেনাকাটার দৃশ্য।
মেলায় অংশগ্রহণ করছে প্রায় ২৬টিরও বেশি বুটিক হাউজ।  কয়েকটি বুটিক হাউজদের কর্ণধারদের সঙ্গে আলাপ করে জানা যায়- এই মেলায় আগতরা অনেক কেনাকাটা করেন। তাই সিডনিতে অন্যান্য স্থানে ঈদমেলা হলেও ইঙ্গেলবার্নের এই মেলাটির জন্য তারা অপেক্ষা করেন বলে জানান।  পরিবারের সকলের ঈদের প্রয়োজনীয় পোষাক যেমন পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার কামিজ, গহনা, কিংবা বাচ্চাদের পোষাকসহ অন্যান্য সব ঈদ সামগ্রী এই মেলায় পাওয়া যায়। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন দিন ব্যাপি এই মেলাটি সম্পন্ন করতে তারা সকল প্রস্তুতি গ্রহণ করেছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments