বাবা করোনায় আক্রান্ত, পরিবারের সবাই তাকে একটা রুমে রেখে বাইরে ছিটকিনি আটকে দেয়। মরার সময় বাবাটা আর কাউকে ডাকেনি, নিবু নিবু স্বরে শুধু “পানি, পানি” বলে গেছেন। সপ্তাহ তিনেক আগেও এই বাবাটাই ছিল বটগাছ !
করোনাতে স্বামী মারা গেলো, কেউ এলোনা মুখে অগ্নি দিতে, অগত্যা বউ নিজেই মুখাগ্নির আগুনটা নিজের হাতে তুলে নেয়।
হাসপাতাল নিচ্ছেনা কোন রুগী, আগে টাকা ডিপোজিট করতে হবে, এর পরেই রুগী ভর্তি হবে। করোনার চিকিৎসা থাকুক আর না থাকুক।
আশে পাশে অযুত নিযুত অমানবিক গল্প। কাউকে দোষ দিচ্ছিনা, নিজে বাঁচলে না পরে বাপের নাম! কিন্তু একদিন সব ঠিক হবে যাবে।
বাবা করোনাতে আক্রান্ত হয়ে খুব শ্বাসকষ্টে আছে। তাইতো সন্তান নিজের বুকে বালিশ রেখে সারাটা রাত এভাবেই বাবাকে একটু শান্তিতে শ্বাস নিয়ে ঘুমাতে সহায়তা করতে করতে কখন যে নিজের অজান্তেই ঘুমিয়ে গেছে! একদিন এইসব সন্তানরাই সব ঠিক করে দেবে।
[ছবিটি সংগৃহীত: সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা।]