সাম্রাজ্যবাদ
আহমেদ শরীফ শুভ
শাড়ির পসরা গত, কুমারীর বধু সাজ লেহেঙ্গার ভাঁজে
আমাদের মর্ষকাম রাতের নাভিতে জাগে গায়ে হলুদের ছাদে
মদিরায় ঢেউ তোলে অচেনা মুখরা কিছু ভিনদেশী নর্তনে
হলুদ বাটে না সই, লীলাবালির চিতা জ্বলে শশ্মানের ঘাটে
নতুন হায়েনা আসে আমাদের সমতট বরেন্দ্র পুণ্ড্রবর্ধনে
বরকতের দামে কেনা ভাষার আহত দেহ
শূলেবিদ্ধ পড়ে থাকে বিজাতীয় উচ্চারনে।