কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্ট রাখা হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য এটিএম শামসুজ্জামানকে সিঙ্গাপুর পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে এটিএম পরিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে সবুজ সংকেত পেয়েছে । তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফর থেকে দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ১১ মে দুপুর নাগাদ।
আজ (১০ মে) দুপুরে আজগর আলী হাসপাতালে গিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ডা. সামন্ত লাল সেন এর আগে সুবীর নন্দীর বিদেশে চিকিৎসার বিষয়টিও সমন্বয় করেছিলেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অভিনয় থেকে আছেন এটিএম শামসুজ্জামান। কিন্তু মাঝেমধ্যেই শখের বশে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’।