
সিডনিতে লেখকদের নিয়ে অনুষ্ঠান নতুন কিছু না। এর আগে স্বনামধন্য কিংবদন্তী তূল্য লেখকরাও ঘুরে গেছেন । সুনীল গঙ্গোপধ্যায়ের সভাটি ছিলো জনাকীর্ণ। জনপ্রিয় এই লেখকের অনুষ্ঠান উপভোগের সুযোগ হয়েছিল । সমস্যা একটাই ওপার বাংলার আয়োজকেরা তাদের অনুষ্ঠান সাজান পাড়ার ক্লাবের মত। এরপর এই এরপর ওই ব্যাস শেষ। মাঝে অবশ্য প্রশ্নোত্তর পর্ব বলেও একটা ব্যাপার রাখেন যা না হলে দর্শক কমার সম্ভাবনা থাকে বলেই করা। এরপর সমরেশ মজুমদারের অনুষ্ঠানে গিয়ে মর্মাহত হয়েছিলাম দর্শকের স্বল্পতায়। তবে আমার মন ভরিয়ে দিয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
এদিকে আমাদের দেশের জনপ্রিয় কথা সাহিত্যিক নামে পরিচিত আনিসুল হকের অনুষ্ঠানে গিয়ে আমি নিজে মার্জনা চেয়েছিলাম লেখকের কাছে। গোটা পনের লোকের মাঝখানে তাঁকে দেখে বলতে বাধ্য হয়েছিলাম, বিশ্বাস করেন আপনার জনপ্রিয়তা অনেক বেশী। এই সমাগমের জন্য আপনি থোড়াই দায়ী। কবি নির্মলেন্দু গুণের অনুষ্ঠানেও আশাপ্রদ সমাগম বা মানসম্মত তেমন কিছু দেখিনি। অথচ সাদাত হোসাইনের মত সদ্য জনপ্রিয় লেখকের সভায় জনসমাগম আর পুরো আয়োজনটাই ছিলো ভিন্ন ধরণের। পাঠক যে তাঁকে কতটা নিয়েছে বা কতটা নেয় তার প্রমাণ মিলেছে তাদের প্রশ্নবানে। তবে সবকিছু ছাপিয়ে এই তরুণের গল্প বলার অসীম শক্তি আমাকে মুগ্ধ করেছে।

এখন সময় তার সামনে যাবার। জনপ্রিয়তার দুটি দিক থাকে। একদিকে তা মানুষকে আরো বড় কিছুর দিকে ধাবিত করে অন্যদিকে তার পায়ের তলার মাটি কেড়ে নিতেও দ্বিধা করেনা। সে সন্ধ্যার আয়োজনে কোন এক অজ্ঞাত কারণে আয়োজকরা আমাকেও কিছু বলতে দিয়েছিলেন। আমি খুব ভালো বলতে পারিনা তাও আবার এমন গুণী মানুষদের ভীড়ে। আমার পাশেই বসে ছিলেন নাট্যকার জন মার্টিন, আবৃত্তিশিল্পী শীর্ষেন্দু নন্দী, সিডনি বইমেলার পুরোধা নেহাল বারী। আমার বলার ভাষা কেড়ে নেয়ার জন্য এরাই যথেষ্ট। আমি শুধু সে ক্লাসিক গল্পটি মনে করিয়ে দিয়েছি। যেখানে টলস্তয় বলেছিলেন কবিতা হলো নদীর এধার থেকে দেখা আবছা কোন গ্রাম। আর ছোটগল্প নদী পেরিয়ে গ্রামটির কাছে দাঁড়ানো। উপন্যাস গ্রামটি ঘুরে ঘুরে দেখে তাদের জীবন নিয়ে লেখা। সাদাত হোসাইন লেখেন ঢাউস সব উপন্যাস। তাকেতো একথা মনে রাখতেই হবে।

সাদাত হোসাইনকে নিয়ে প্রশান্তিকার আয়োজনে রাজিতের সরোদ বাদন যে আবহ তৈরী করেছিল সে আবহ নিয়েই ঘরে ফিরেছি আমরা। মাঝখানে দু একটা অনিয়ম অতিকথন বাঙালির স্বভাবজাত সমস্যা। ওগুলো ভুলে যেতে পারলে আয়োজনটি যথার্থ বৈকি। গল্পের এক ভালো যাদুকর সাদাত এসে চলে গেলে মনে হতে থাকে, সত্যি কি এসেছিল এমন কেউ ?
অজয় দাশগুপ্ত
কবি, প্রাবন্ধিক ও কলাম লেখক
সিডনি,অস্ট্রেলিয়া।