
প্রশান্তিকা ডেস্ক: ভিন্নবাসে নিজস্ব সংস্কৃতি হলো- সেই নস্টালজিয়া রেইনফরেস্ট,যেখান থেকে অক্সিজেন নেয় জানা-অজানা অসংখ্য বিষন্ন ফুসফুস, আর ত্যাগ করে খেদ ও নির্বেদ, গ্লানি নামক কার্বনডাই-অক্সাইড,এমন কি কখনো-কখনো মনোক্সাইডও। আর সেই স্মৃতিবন, ওইসব বিষ ও বিষাদকে ফের রূপান্তরিত করে পুষ্প-পল্লবে। সংস্কৃতির রয়েছে সেই অভিনব সালোক-সংশ্লেষণী জাদুময়তা।
তাই তো মা-মাটিকে কেন্দ্র করে জীবনসমান ব্যাসার্ধ নিয়ে, কবিতা বিকেল এর এক ঝাঁক শুদ্ধ,সংবেদী এবং অলৌকিক সত্তা সেই রহস্য ও বিস্ময়-জাগানিয়া এক অদৃশ্য বন্ধনে যুক্ত রয়েছে, দীর্ঘ দিন। অচিন দেশে নিস্তারহীন এক সুদীর্ঘ যাত্রা।
বাংলা সংস্কৃতি, কবিতা, নাটক, গান করে করে কত পাগলামি,কত উন্মাতাল সকাল-সন্ধ্যা-রাত্রি! কত বয়ে যাওয়া,প্রাণপাত্র উপচে কত ছলকে-ছলকে পড়া আবেগ… তোমায় গান শোনাবো,ওগো দুঃখ জাগানিয়া…
‘কবিতা বিকেল’ এর দ্বাদশ বর্ষপূর্তিতে আয়োজিত বাংলা সংস্কৃতি উৎসব-২০১৮ উপলক্ষ্যে, “নৃ” নামক একটি বিশেষ প্রকাশনার আয়োজন করা হয়েছে। আগামী ১০ নভেম্বর ২০১৮, শনিবার ওয়ালি পার্কের এম্পিথিয়েটারে উক্ত প্রকাশনার পাঠ উন্মোচন করা হবে। জীবনানন্দ মঞ্চ। সময়ঃ ২:৪৫। আপনি সবান্ধব আমন্ত্রিত।
সম্পাদনাঃ শাখাওয়াৎ নয়ন
প্রচ্ছদঃ বাংলাদেশের ছবির হাটের স্বপ্নদ্রষ্টা শিল্পী রবি খান এর শিল্পকর্ম ‘ওয়ান্টস টু ফ্লাই’
বুক ডিজাইনঃ ইকরিমিকরি বুক স্টুডিও, ঢাকা, বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তি।