কবিতা
শ্রাবণ আসে আমার শহরে
সাহিদুল ইসলাম ভূঁইয়া
পুরনো এই শহরে ইট পাথরের প্রতি অলিগলিতে
শ্রাবণ ফিরে ফিরে আসে বারবার।
আমার সস্তা সিগারেট-আড্ডায়-প্যারিদাস রোডের নীহারঞ্জনের দোকানে, পুরনো চায়ের কাপে,
বুড়িগঙ্গার বুক ছিড়ে ছুটে চলা হুইসেল বাজানো লঞ্চে
পাহাড়ী কন্যার চিবুক বেয়ে নেমে আসা হিজল ফুলে।
শ্রাবণ আসে দক্ষিণের হাওয়ায়,
১৮ কিংবা ২০ বছরের সদ্য যৌবনা মেয়ের উদাসী মনে
দুরন্ত যুবকের কাম বা ভালোবাসায়।
শ্রাবণ বারবার ফিরে ফিরে আসে
কিন্তু,
আমি কখনও শ্রাবণকে ছু্ঁতে পারি না
শ্রাবণকে ছু্ঁতে গেলেই আমার পথ আগলে দাঁড়ায়
মধ্যরাতে দীর্ঘ ছায়ায় দাঁড়িয়ে থাকা বেশ্যার দল,
ফুটপাতের ক্ষুধার্ত মানুষ,বস্ত্রের অভাবে অর্ধ উলঙ্গ শিশু কিংবা কয়েকজন।
শ্রাবণ বার বার ফিরে ফিরে আসে
এই শহরের প্রতিটি সঙ্গম মগ্ন রাতে
নতুন সকালের খোঁজে,
আমার এই বোহেমিয়ান জীবনে।
অলংকরণ: আসমা সুলতানা মিতা
সাহিদুল ইসলাম ভূঁইয়া
শিক্ষার্থী ও সংবাদকর্মী,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।