আমার তো আছে ক্ষত শত শত
তবু কি চাই বল তোমার কাছে
ফিরে ফিরে দেখি যত রঙ মাখা মুখ
আরো সাজাতে তুমি পার কত।
জ্বোনাক পোকার মত জ্বলে নেভে ক্ষত
হাজার প্রদ্বীপ হয়ে ভেসে যায় ক্ষত
গহীন রাতের তারা যদি গোনা যেত
নতুন ঠিকানা ওরা ঠিক ঠিক পেত।
ধ্রুপদী যে সুর বেজেছিলো মনে
চিরতরে রেখে দিব দেরাজের কোনে
তুমিই শেষ, চির সমাপ্তি, শেষ গান তুমি
অগোচরে রেখে দিবো চিরকাল মনে।
মিথ্যার মিথসম কল্পনাজালে
কত শত বিবর্ণ রাত পেরিয়েছি
তৃষ্ণায় গুনে গেছি প্রতিটা প্রহর
জ্বলে জ্বলে মোম যেন পুড়ে গেছি।
শুনতে কি পাও তুমি দীর্ঘশ্বাস কারো
অবিশ্বাসের ধাধাঁ যেন এক অভিশাপ
শূন্য সে হাত পাতে জীবনের কাছে
পাথুরে চোখ তার কুড়ে খাওয়া পাপ
রঙ বদলাতে তুমি যত পার জেনো
এখানেই খেলা শেষ নয় এইটাও মেনো
চিরকালই ভালোবেসে যেতে হয় তাকে
ভেঙেচুরে খানখান করছিলে যাকে।
অলংকরণ: আসমা সুলতানা মিতা