করোনায় আক্রান্ত নেইমার

  
    

প্রশান্তিকা ডেস্ক: ব্রাজিলের সুপারস্টার নেইমারের শরীরে করোনা ধরা পড়েছে। ইবিজাতে হলিডে শেষ করে আসলে তাঁর সঙ্গে থাকা পিএসজি’র আরও দুই খেলোয়াড় ডি মারিয়া এবং লিয়ান্দ্রো পারেদেসেও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

ইএসপিএনের সূত্রে জানা গেছে, গত বুধবার নেইমারের টেস্ট রেজাল্ট পাওয়া গেছে। তবে তাঁর শরীরে তেমন কোন উপসর্গ নেই। তিনি প্যারিসের বগিভ্যালে তাঁর বাড়িতেই ১৪ দিনের সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনার কারণে আগামী ১০ সেপ্টেম্বর তিনি পিএসজি’র সাথে লেন্সের প্রথম সিজনের প্রথম খেলাটা খেলতে পারছেন না। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারের কষ্ট, অন্যদিকে ক্লান্তি ঝরিয়ে নতুন মৌসুমের জন্য চাঙা হয়ে ফেরা…দুই উদ্দেশেই ইবিজার সমুদ্রসৈকতে আয়েশে কিছুদিন কাটাতে গিয়েছিলেন নেইমার। ফিরলেন দুঃসংবাদ নিয়ে। তবে খেলা ছেড়ে আপাতত শরীরের প্রতি নজর এবং করোনামুক্তির জন্যই কয়েক সপ্তাহ ব্যস্ত থাকতে হচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments