
জন্ম ময়মনসিংহে, বেড়ে উঠা ঢাকায়, বসবাস সিডনিতে। আসিফ শহীদ একজন জাত শিল্পী। ওয়াটারকালারে সিদ্ধহস্ত হলেও শিল্পের অনেক ফর্মে তিনি কাজ করে থাকেন। বাংলাদেশে নামকরা শিল্পীদের সান্নিধ্যে তিনি আঁকা শিখেছেন। অসংখ্য প্রতিযোগিতায় অংশ নিয়ে অসংখ্য পুরস্কার জিতে নিয়েছেন। পড়াশুনা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে, দক্ষতা অর্জন করেছেন গ্রাফিক ও ওয়েব ডিজাইনে।
তিনি ২০০৯ সাল থেকে সিডনি বাস করছেন। অবসরে তুলি ও রঙ নিয়ে খেলতে ভালোবাসেন এবং ডিজিটাল পেইন্টিং চর্চা করেন।
নিয়মিত ছবি আঁকেন আসিফ। গত বছর সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সমাপনি দিনে দেশ ও বিদেশের সম্মানীত অতিথিদের পুরস্কৃত করা হয় আসিফের ছবি দিয়ে। বাংলাদেশের বৈশাখী টেলিভিশনের লগোটি আসিফ ডিজাইন করেছেন।
আমরা আনন্দিত। আসিফ শহীদ কথা দিয়েছেন, প্রশান্তিকায় সমসাময়িক বিষয়ে কার্টুন আঁকবেন। আজ প্রকাশিত হচ্ছে প্রথম কিস্তি-
করোনা কাপুর…