অথচ ঘরে থাকা চাই
শুধু কয়েক চুমুক কড়া জলের অভাবে করোনার করালগ্রাসে শব্দমঞ্জরি
শুধু কয়েক সিলিম ধূম্র টানের অভাবে করোনা’র করালগ্রাসে সুরমঞ্জরি।
চুমুতেও স্বাদ নেই চুমুকেও তৃপ্তি নেই
পানে-টানে জোড়া নেই ঘরেও ঠাঁই নেই
অথচ করোনার করালগ্রাসে আমাদের ঘরে থাকা চাই।
পুরুষবিরোধী কবিতা
গুহাবাসিরা ফিরে গেছে গৃহমাঝে
পৃথিবী সেজেছে, প্রকৃতিও সবুজাভ
প্রাণিরা পেয়েছে স্বাধীনতা
সৈকত নিরাপদ ছিলো, ডলফিনেরা নাচিছে
ধর্ষকাম জেলেপুরুষেরা বীভৎস হত্যায় মেতেছে।
পুরুষ ঘরে থাকলে জননী জ্বলে
পুরুষ বাইরে থাকলে প্রকৃতি অনলে।
অলংকরণ: দীপংকর গৌতম
