মো: রশিদুল আলম, ঢাকা থেকে: জাতির এই চরম দুঃসময়ে আলোকবর্তিকা হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে সাদা পোষাকের শান্তিরক্ষী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। দেশের করোনা মহামারী নিয়ন্ত্রনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, বিমান বাহিনী, আনসার -ভিডিপি, সেনাবাহিনীসহ বিভিন্ন সামরিক – বেসামরিক বাহিনীর সদস্যরা। এর পাশাপাশি জনসেবা ও জনসচেতনতা মূলক কর্মকান্ডে পিছিয়ে নেই রেড ক্রিসেন্ট সোসাইটি।
শুরু থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, পথসভা, স্কুল ক্যাম্পেইন সহ নানাবিধ সচেতনামূলক কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি পিপিই হাতে পাওয়ার পর বিভিন্ন সরকারী – বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, পাবলিক ট্রান্সপোর্ট সহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক ঔষধ স্প্রে করছে।
দেশের এই ক্লান্তিলগ্নে নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়ে আর্তমানবতার প্রতীক হিসেবে জনগণের পাশে দাঁড়িয়েছে। পরিবারের মায়া – মমতা বিসর্জন দিয়ে যারা আজকের এই দুঃসময়ে নিজেদেরকে প্রকৃত দেশপ্রেমী হিসেবে প্রমাণ করেছে জাতি তাদেরকে হৃদয়ে স্মরণ রাখবে।
করোনা প্রতিরোধে চাই সামাজিক সচেতনেতা ও সামাজিক দুরত্ব বজায় রাখা। আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট। জাতীয় সদর দপ্তর এর আওতায় দেশের ৬৮ টি ইউনিট কাজ করছে সারা দেশে। ইতোমধ্যে জেলা শহরগুলোতে হ্যান্ডস্যানিটাইজার সহ পিপিই পাঠিয়ে দেয়া হয়েছে। অনেক জায়গায় রেড ক্রিসেন্টের সদস্যরা গরীব দুঃখীদের মাঝে খাবার বিতরণ সহ আর্থিক অনুদান প্রদান করছে। এছাড়া বিভিন্ন স্থানে হাত ধোয়া কর্মসূচি, হ্যান্ডস্যানিটাইজার বিতরণসহ নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্বপ্ন যাদের মানবসেবা, লক্ষ্যে যারা অটুট ভালবাসার মাধ্যমে তারা থাকবে মানুষের হৃদয়ে।